দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাবা ছাবাল পীরের সার্বজনীন মেলার শুভ উদ্বোধন করেন সস্ত্রীক বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল
১৭ এপ্রিল, ২০২২, 2:24 PM
১৭ এপ্রিল, ২০২২, 2:24 PM
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাবা ছাবাল পীরের সার্বজনীন মেলার শুভ উদ্বোধন করেন সস্ত্রীক বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার কুলতলি বিধান সভা কেন্দ্রে র নলগোড়া তে বাবা ছাবাল পীর মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেতা এবং কুলতলি বিধান সভার বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মন্ডল ও স্ত্রী মৌসুমী মন্ডল। এই মেলায় প্রতি বছর ১,লা, বৈশাখ মাসে শুরু হয়। এবং তিন চার দিন ধরে চলে। এবং বহু এলাকার মানুষ জন মানত চোকাতে এই বাবা ছাবাল পীরের দরগাহ তে আসেন মনের বাসনা নিয়ে। লোক কথায় জানা যায় নাকি বাবা ছাবাল পীরের দরগাহ তে আসলে কেউ বিফলে যায় না। তবে বহু মানুষ জন বলছেন যে সাধক মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের বাবা ছাবাল পীরের দরগাহ তে এসে সবকিছু পেয়েছে তার নজির স্থাপন নেই। এটি মনের ভুল ধারণা। এমন বহু পীরের কথা ও দরগাহ ভারতের বিভিন্ন যায়গায় এবং ভারতের প্রতিবেশী দেশ বাঙলা দেশে দেখা যায়। কোথাও গেছোপীর, কোথাও কুমির পীর ও কোথাও মাছ পীরের কথা কোথাও মাচান পীর কোথাও পাগলা পীর কোথাও মস্তান পীর, কোথাও মাগুর পীর কোথাও গাজী পীরের কথা শোনা যায়। কিন্তু পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নল গোড়া তে তেমনি আবার রয়েছে বাবা ছাবাল পীরের আস্তানা। এখানে আসলেই মুশকিল আসান হয়ে যায় বাবা ছাবাল পীরের মানত কারীদের। এমন ধারণা চলে আসছে পরম্পরা। সেই মেলার উদ্বোধন করেন সস্ত্রীক গনেশ মন্ডল।