দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দর বনের পীর খালীর জঙ্গলে বাঘে মানুষের লড়াই বেচে ফিরল লক্ষী
১০ নভেম্বর, ২০২১, 12:05 PM
১০ নভেম্বর, ২০২১, 12:05 PM
দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দর বনের পীর খালীর জঙ্গলে বাঘে মানুষের লড়াই বেচে ফিরল লক্ষী
এই শীত মৌসুমে প্রতি বারের মত এবার গভীর সুন্দর বনের মধ্যে কাকড়া ও মাছ ধরতে গিয়েছিল কুলতলি র বাসিন্দা শ্রী লক্ষীন্দর সাপুই ও সৌমিত্র সরদার এবং ইব্রাহিম সেখ। তারা গতকাল বিকালে মাছ ও কাকড়া ধরা শেষ হতে নৌকাতে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই পীর খালীর জঙ্গল থেকে হঠাৎ করে এসে রয়্যাল বেঙ্গল টাইগার নৌকার উপর ঝাপিয়ে পড়ে শ্রী লক্ষীন্দর সাপুই কে টানতে থাকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য। তখন সাড়া পেয়ে তার দুই সাথী ইব্রাহিম সেখ সৌমিত্র সরদার বাঘের উপর লাঠি সোটা নিয়ে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে সুন্দর বনের দক্ষিণায়নের সাথে তাদের লড়াই হবার পর দক্ষিনারায় বাঘ লক্ষীন্দর সাপুই কে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তখন আহত লক্ষীন্দর সাপুই কে নিয়ে প্রথমে ক্যানিং এবং পরে বারুইপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এবং লক্ষীন্দর সাপুই বেচে যান। এই ঘটনার কথা সবত্র ছড়িয়ে পড়ে এবং এলাকার মানুষের কাছে হিরো হিসেবে পরিচিত হয়ে যান ইব্রাহিম সেখ ও সৌমিত্র সরদার।।