দক্ষিণ কলকাতার গ্যাঙস্টার শেখ বিনোদন ব্যাঙ্ক জালিয়াতির দায়ে ধৃত খড়গপুর থেকে
২৭ নভেম্বর, ২০২১, 6:07 PM
২৭ নভেম্বর, ২০২১, 6:07 PM
দক্ষিণ কলকাতার গ্যাঙস্টার শেখ বিনোদন ব্যাঙ্ক জালিয়াতির দায়ে ধৃত খড়গপুর থেকে
একসময়ের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর ও সোনারপুর থানা এলাকার এবং দক্ষিণ কলকাতার টপ তোলাবাজ ও গ্যাঙস্টার শেখ বিনোদ কে আজ কলকাতা পুলিশের গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে। শেখ বিনোদের বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে প্রায়, ৪৫, লক্ষ টাকা প্রতরণা করে নেওয়ার অভিযোগ উঠেছে। শেখ বিনোদ , ১৯৯৮,দশক, থেকে, ২০১৭,শাল, পযন্ত বেতাল বাতসা ছিলেন দক্ষিণ কলকাতার বিভিন্ন যায়গায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর ও সোনারপুর থানা এলাকায়। একসময় তার অত্যাচার এমন সীমারেখা অতিক্রম করেছিল যে সোনারপুর থানা এলাকায় তার দলের বিপক্ষে সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছিল। একসময় সাধারণ মানুষের গনরোষে শেখ বিনোদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলেন। এবং সাধারণ মানুষের রোষানলে পড়ে মৃত্যু হয় শেখ বিনোদের চার শাগরেদের। এবং ঐ হামলার খবর পেয়ে আগে থেকেই সরে পড়ে ছিল শেখ বিনোদের দলবল । তার সত্ত্বেও তার চার সাথীকে হারাতে হয়েছিল। শেখ বিনোদের ভাই শেখ আজগর ও তার বৌ কুশি সোনারপুর থানা এলাকায় থেকে পালিয়ে যায় । গ্রেপ্তার করা হয় শেখ বিনোদের। বহু বছর জেলে থাকার পর ফের ছাড়া পেয়ে নিজের সম্রাজ্যের আধিপত্য বিস্তার করতে থাকেন। এবং কলকাতার পার্ক সার্কাস ও কলকাতার আশেপাশে তার সম্রাজ্যের জাল বিস্তার করতে থাকেন। পরে পার্ক সার্কাস এলাকায় অবস্থিত একটি রেস্তোরাঁ নিয়ে ঝামেলা পোহাতে হয়। এবং মারপিট বাধে। এরপর তিনি একটি ব্যাঙ্ক থেকে প্রায়, ৪৫,লক্ষ, টাকা নিয়ে ব্যাঙ্কের সঙ্গে প্রতরণা করে। এই ঘটনার পর তার বিরুদ্ধে অভিযোগ করেন ব্যাঙ্ক কতৃপক্ষ। আজ তাকে ধরা হয় পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর থেকে। শেখ বিনোদের দলবল মূলত দক্ষিণ কলকাতার যাদবপুর ও রিজেন্ট পার্ক ও সোনারপুর থানা এলাকায় এবং কসবা থানা কড়েয়া থানা ও টালিগঞ্জ থানা এলাকায় । এখান থেকে তার কাজ কর্ম চলতে থাকে। শেখ বিনোদের কিছু শাগরেদ আছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ও খুলনা জেলা এবং যশোর জেলার বিভিন্ন যায়গায়। শেখ বিনোদ আন্তর্জাতিক অপরাধি বলেও কম হবে না। শেখ বিনোদ আগে একবার আলিপুর জেল টপকে পালিয়ে ছিল। এবং পুলিশ পরে তাকে গ্রেফতার করে।