তিস্তা ব্রিজ দেখতে যেতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
১৬ আগস্ট, ২০২২, 10:00 PM
১৬ আগস্ট, ২০২২, 10:00 PM
তিস্তা ব্রিজ দেখতে যেতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা ব্রিজ দেখতে যেতে না দেওয়ার অভিমানে করে মরিয়ম আকতার (১৩) নামের এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম আকতার ওই গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, মরিয়ম আকতার তার বান্ধবীদের সঙ্গে নির্মাণাধীন হরিপুর-চিলমারী তিস্তা ব্রিজ দেখতে যাওয়ার বায়না ধরে। তাকে ব্রিজ দেখতে যাওয়ায় বাবা-মা নিষেধ করায় অভিমান করে বাড়ির গোসল খানায় গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের লোকজন গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।