তাহিরপুর সীসান্তে ‘বিপুল পরিমাণ’ মদের চালান জব্দ
০৭ জুন, ২০২২, 6:46 PM
০৭ জুন, ২০২২, 6:46 PM
তাহিরপুর সীসান্তে ‘বিপুল পরিমাণ’ মদের চালান জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদের চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‘বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল মঙ্গলবার (৭ জুন) বেলা ৪ টা ১০ মিনিটের সময় সীমান্ত মেইন পিলার ১২০৪ এর নিকট হতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা থেকে ৪২ বোতল ভারতীয় মদ আটক করেছে।যার সিজার মূল্য ৬৩ হাজার টাকা।
একই দিনে, টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৯/১-এস এর নিকট হতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া থেকে ৮১ বোতল ভারতীয় মদ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার মূল্য ১ লাখ, ২১হাজার, ৫শত টাকা।’
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।