তাহিরপুরে ৮টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত
৩০ নভেম্বর, ২০২১, 8:40 PM
৩০ নভেম্বর, ২০২১, 8:40 PM
তাহিরপুরে ৮টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের ৮টি বসত ঘর ও ২টি ধানের গুলায় আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন,উপজেলার বড়দল নতুনটি গ্রামের সিরাজুল ইসলাম,সারোয়ার,আলীনুর, আবু বক্কর, আল আমিন ও কিবরিয়া।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটেছে।এসময় আগুন নিভাতে গিয়ে স্থানীয় কয়েকজন আহত হয়ে হয়েছেন।আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
‘দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিলন (মেম্বার) মিয়া জানান,পাশর্^বর্তী সিরাজুল ইসলামের দোকান ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানতে পেরেছেন।তিনি বলেন, এই ভয়াবহ আগুনে তাদের ঘরের সব আসবাবপত্র ও শীতের কাপড় পুড়ে গেছে।তিনি আরো বলেন, পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছেন তারা।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন, আগুনে পুড়ে যাওয়া ঘর গুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে।তিনি আরো বলেন,আপদকালীন তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।