তাহিরপুরে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 2:42 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 2:42 PM
তাহিরপুরে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত
তাহিরপুরে উপজলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য (৩য় পর্যায়ে) কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৭নভেম্বর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে উপজলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান-উদ-দৌলা’র সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এর উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান। প্রশিক্ষণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। অনু্ষ্টিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক অংশ নেন।