ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

তাহিরপুরে নাসির বিড়ি সহ চার কারবারি আটক

#

২২ জুলাই, ২০২২,  10:32 AM

news image

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দিন বিড়ি সহ চার চোরাকারবারিকে আটক করেছে, তাহিরপুর থানা পুলিশ।

বুধবার গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে থানার এস. আই মো. নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকোশ টিম উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের টেকারঘাট কমিউনি ক্লিনিকের দক্ষিণ পাশে অবস্থিত এরশাদ মিয়ার বাড়ির সামনে থেকে  ৪২ হাজার, শলাকা নাসির উদ্দিন বিড়ি সহ ওই মাদক করবারিদের আটক করা হয়েছে।      

আটককৃতরা হলো, উপজেলার (উত্তর) বড়দল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলির ছেলে নুরুল আমিন (৫২), চরগাঁও গ্রামের মৃত জজ মিয়ার ছেলে শাহ আলম (২০), পৈলনপুর গ্রামের মজলু মিয়ার ছেলে মোছা মিয়া (২০), একই গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে নোমান হক (২৭)।

জানাগেছে, আটককৃত চোরাকারবারিরা তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে রাতের আধারে চোরাই পথে আনা ভারতীয় নাসির বিড়ি সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে আসছিলো। বুধবার গভীর রাতে ওই বিড়ির চালানটি টেকারঘাট এলাকা দিয়ে নিয়ে আসার সময় পুলিশের নজরদারিতে পড়েগেছে টের পেয়ে পালানোর চেষ্টা কালো গোপন সংবাদের বিত্তিতে তাদের আটক করা হয়।

তাহিরপুর থানার এস. আই মো. নাজমুল হক জানান, মাদকদ্রব্য (নিয়ন্ত্রন) দমন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বেলা ১০ ঘটিকার সময় উক্ত আসামীদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।        


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি