তাহিরপুরে ঝাড়ু মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
১৯ নভেম্বর, ২০২১, 6:02 PM
১৯ নভেম্বর, ২০২১, 6:02 PM
তাহিরপুরে ঝাড়ু মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত,শুক্রবার তাহিরপুর উপজেলা সদরে জাদুকাটা বালু মহালে অবৈধ সুবিধা নিতে না পারায় লাখে শ্রমিকের কর্মসংস্থান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল এর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে জাদুকাটা নদীর বালি ব্যাবসায়ী ও শ্রমিক সংঘ।
‘অপরদিকে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের বিপক্ষে বিকেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহিরপুর উপজেলা সদরের পুর্ব বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তাহিরপুর সদর ও হাওর পাড়ের কৃষক নেতৃবৃন্দ।,
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন। এতে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা,কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান খেলু,উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা যুবলীগ নেতা মিল্লাদ হোসেন প্রমুখ।
কৃষকদের এ তাৎক্ষণিক সমাবেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সেই সাথে মাহারাম নদীর বালি রক্ষা ও এ অঞ্চলের বোরো ফসল অকাল বন্যার হাত থেকে বাচিয়ে রাখার স্বার্থে আগামী দিনে বৃহৎ কর্মসূচি প্রণয়নের ঘোষণা দিয়েছেন বক্তারা।