তাহিরপুরের মাটিয়ান হাওরে টর্নেডোর উৎপত্তি
২৬ জুলাই, ২০২২, 6:53 PM
২৬ জুলাই, ২০২২, 6:53 PM
তাহিরপুরের মাটিয়ান হাওরে টর্নেডোর উৎপত্তি
ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হওরে এভার ‘টর্নেডোর’ উৎপত্তি ঘটেছে।
মঙ্গবার (২৬ জুলাই) বেলা ৫ ঘটিকার সময় উপজেলার মাটিয়ান হাওরে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজারের পশ্চিম পাশে ‘টর্নেডোর’ উৎপত্তি হওয়ার চিত্রটির দেখা মিলে।
মাটিয়ান হাওর পাড়ের ছেলে মো. আবু সায়েম জানান, হাওরে ‘টর্নেডোর’ উৎপত্তির হওয়ার চিত্রটি দেখার পর আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে থাকি। আমার ভিডিও তুলার দৃশ্য দেখে বাজারে থাকা লোকজন এ চিত্র দেখার জন্য জড়ো হতে থাকেন। আবু সায়েম আরো জানান- টর্নেডোর চিত্রটি আমি সরেজমিনে এই প্রথমবার দেখেছি এবং উপভোগ করেছি, টর্নেডোটি প্রায় ১ থেকে দেড় মিনিট ছিলো।
‘বিশেষজ্ঞদের মতে ভূপৃষ্টে তাপমাত্রা বৃদ্ধির ফলে হাওরের পানির ওপরের তাপমাত্রা কমে উপরে উঠে যাওয়ার কারণে সেখানে টর্নেডোর সৃষ্টি হয়। এই সময়ে আশেপাশের শীতল হাওয়া সেই শূন্যতা পূরণ করতে আসায় একটি ঘুর্ণির তৈরী হয়। এ ভাবে টর্নেডো তৈরী হয়। টর্নেডোর কারণে পানির ঘুর্ণিপাক সৃষ্টি হয় এবং স্তম্ভ বা পিলারের মতো আকাশে তুলে নেয়। তবে হাওরাঞ্চলে এ ধরনের ঘটনা সচরাচর দেখা মেলে না বলে মন্তব্য করেছেন।’
সম্প্রতি: সিলেট জেলার বৃহত্তম হাওর হাকালুকিতে টর্নেডোর উৎপত্তি হয়েছে, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখাগেছে।