তালতলীতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২১, 6:37 PM
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২১, 6:37 PM
তালতলীতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাবেয়া আক্তার ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোঃ শাহরিয়া (০৫), নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়নের উত্তর গেন্ডামাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু দক্ষিন গেন্ডামাড়া এলাকার মৃত্যু আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আজ সকালে মায়ের সাথে নানা মোঃ ছিদ্দিক মল্লিকের বাড়িতে আসে শিশু শিশু শাহরিয়ার। কিছু ক্ষনপরে সবার অগোচরে খেলার সময় নানার বাড়ির পিছনে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্বার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য,চলতি বছরে পানিতে ডুবে তালতলীতে এ পর্যন্ত ১৮ জন শিশু মারা গেছে।