তানোর ছাত্রলীগ নেতা হিরার উপর হামলা উপজেলা ছাত্রলীগের ক্ষোভ!
৩১ আগস্ট, ২০২২, 5:57 PM
৩১ আগস্ট, ২০২২, 5:57 PM
তানোর ছাত্রলীগ নেতা হিরার উপর হামলা উপজেলা ছাত্রলীগের ক্ষোভ!
রাজশাহীর তানোর উপজেলার ছাত্রলীগ নেতা রাজপথের লড়াকু সৈনিক, যার জীবন-যৌবন সব কিছুই ছাত্রলীগের মাঝে বিলিয়ে দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ অগ্রণী ভূমিকা রাখেন। তানোর উপজেলার সকলের প্রিয় মুখ শ্রী হীরা কুমার হালদারকে রাজনৈতিক মতাদর্শের কারণে আজ বেলা সাড়ে ১১ঘটিকায়, তানোর-কালিগঞ্জ রোডের 'কর্মকার হাডওয়ার্ক' এর সামনে; সঞ্জিত কর্মকার ও তাপস কর্মকার- তার উপরে সন্ত্রাসী কায়দায় আতর্কিত রক্তাক্ত হামলা করায় বিভিন্ন সচেতন নাগরিক ও রাজনৈতিক মহল সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অতিদ্রুত সেই হামলাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দ্বাবী করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ কর্মী বলেছেন; হামলাকারী যত বড়ই ক্ষমতাশালী ও প্রভাবশালী সন্ত্রাসী হোক না কেন! তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।#