তানোর পৌরসভার উদ্যোগে উপজেলা চত্বরে কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন পুশ করা হয়
১৬ নভেম্বর, ২০২১, 5:22 PM
১৬ নভেম্বর, ২০২১, 5:22 PM
তানোর পৌরসভার উদ্যোগে উপজেলা চত্বরে কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন পুশ করা হয়
রাজশাহীর আজ সকাল ১১টায় তানোর পৌরসভার উদ্যোগে কুকুরকে জলাতঙ্ক রোগ ভ্যাকসিন পুশ করা হয়েছে। এসময় তানোর পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও তানোর পৌরপিতা ইমরল হক উপস্থিত ছিলেন।
এ সময় আরে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার হিসাব রক্ষক আব্দুস সবুর,তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী,তানোর পৌরসভার কার্যসহকারী অহেদুজ্জামান বাবু,মাহাবুর রহমান ২নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনি সমাজসেবক আঃরাজ্জাক, স্টাফ গউর, হাকিম প্রমুখ। এ বিষয়ে তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও তানোর পৌরসভার মেয়র ইমরুল হক বলেন, আজ উপজেলা চত্বরে কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন পুশ করা হয়েছে। এ জলাতঙ্ক ভ্যাকসিন পৌরসভার কর্মচারীরা অব্যাহত রাখবেন বলে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা সার্বক্ষনিক পালন করবেন বলে জানান তিনি।#