ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন মদসহ আটক ৬

#

২৬ আগস্ট, ২০২২,  2:32 PM

news image

 রাজশাহী তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দশ গ্রাম হেরোইন ও একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তানোর পৌর এলাকার কালীগঞ্জ পশ্চিম রায়তান বড়শো আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে অত্যান্ত গোপনে দেশী চোলাই মদের ব্যবসা করে আসা শ্রী নিলা ঘোষের মেয়ে শ্রীমতি তানিয়া ঘোষ(২২) ও লক্ষন শিংয়ের মেয়ে সনেকা রানী(৬০) কে একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেন। এছাড়া পৃথক আরেকটি অভিযানে মুন্ডুমালা পৌর এলাকার কাউন্সিল মোড়ে নব্বই পিচ ইয়াবা ও দশ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা হেরোইনসহ গ্রেফতারকৃত আসামীদের বাড়ি হচ্ছে, পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মৃত চাঁদ মিয়ার পুত্র শরিফুল ইসলাম(৪২) ও তাঁর স্ত্রী মোসাঃ রিনা বেগম(২৮), চাঁপাইনবাবগঞ্জের জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দশরশিয়া গ্রামের মৃত শীষ মোহাম্মদের পুত্র তোফাজ্জল হোসেন(৫১) ও একই গ্রামের কাইয়ুম আলী মেম্বারের পুত্র সাইফুল ইসলাম(৪০)। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি