তানোর চন্দনকোঠায় ২০০ পিস ইয়াবাসহ ১জন আটক!
২৬ জুলাই, ২০২২, 10:40 AM
২৬ জুলাই, ২০২২, 10:40 AM
তানোর চন্দনকোঠায় ২০০ পিস ইয়াবাসহ ১জন আটক!
রাজশাহীর তানোর উপজেলার গতকাল বিকালে তানোর কলমা ইউপির চন্দন কোঠা (আমিনুল এর মোড়) থেকে (২০০) দুইশত পিছ ইয়াবাসহ খোকন (২২) কে আটক করেছে তানোর থানা পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার নির্দেশে, তানোর থানার চৌকস সেকেন্ড অফিসার এস. আই হাফিজুর রহমান, এস.আই আখতারুজ্জামান, এ.এস আই মোতালেব কনস্টেবল আক্তার চন্দন কোঠা গ্রামের (আমিনুল এর মোড়ে) ছদ্মবেশে উঁত পেতে থেকে অভিযান পরিচালনা করেন। এমতাবস্থায় চন্দন কোঠা গ্রামের আবুল হোসেনের ছেলে খোকন (২২) কে (২০০) দুইশত পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন তানোর থানা পুলিশ । এ বিষয়ে তানোর (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মাদকদ্রব্য আইন এর ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে ৩৬/১ সারনি এর ১০ (ক) ধারায় মামলা দিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।