তানোরে ২ নারী সহ ইসলামী হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিক আলম আটক
০৬ জুলাই, ২০২২, 5:40 PM
০৬ জুলাই, ২০২২, 5:40 PM
তানোরে ২ নারী সহ ইসলামী হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিক আলম আটক
রাজশাহীর তানোরে অসামাজিক কার্যক্রম পরিচালনা করেন তানোর থানা পুলিশ। এমত অবস্থায় তানোর ইসলামীয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে দুই নারীসহ ৪-জনকে আটক করেছে তানোর থানা পুলিশ।
জানা গেছে গত কাল ৫-জুলাই (মঙ্গলবার) দুপুরে ইসলামীয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে অসামাজিক কার্যক্রমে চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তানোরে ইসলামীয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ২-দুই জন নারী সহ ইসলামী হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিক আলম সরদার(৩৮)পিতা, পরান সরদার, সাং গুবিরপাড়া পর্নোগ্রাফি ধারণকৃত ভিডিও মোবাইল সহ মারুফ হোসেন, পিতা, মাজদার রহমান,সাং; পাকা, থানা, বাগাতিপাড়া জেলা, নাটোর এবং জাহানারা খাতুন সোনিয়া (২২) পিতা, জাকির হোসেন, সাং, বসুয়া, রাজশাহী ও বন্যা খাতুন (১৯) পিতা, হাসান আলী সাং, পাকা, থানা, বাগাতিপাড়া, জেলা নাটোর কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। পরে পর্নোগ্রাফির মামলায় মারুফ হোসেন সহ সবাইকে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।