ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিল্প খাতে এআই-এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচতুরি যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায়

তানোরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বন্দিতা রানীকে সংবর্ধনা!

#

২০ জুলাই, ২০২২,  1:23 PM

news image

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজশাহীর তানোরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন তানোর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বন্দিতা রানী। গত সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।


তিনি জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ভাবে জরিপ করা হয়। পাঠদান শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আগ্রহ তৈরি। নিয়োমিত উপস্থিতি সহ নানা ভাবে বিশ্লেষণ করা হয়। বেশকিছু শিক্ষকদের নির্বাচিত করে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে যে শিক্ষক প্রথম স্হান অধিকার করেন তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।


এবারে তানোর ( চাপড়) মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বন্দিতা রানীকে জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ শিক্ষকের এ্যওয়ার্ড দেওয়া হয়েছে। এউপলক্ষ্যে  মঙ্গলবার তানোর ( চাপড়) মহিলা কলেজ চত্বরে সংবর্ধনার আয়োজন করা হয় । এতে  বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ তিনি বলেন, উপজেলার মধ্যে অত্র কলেজের সহকারী অধ্যাপক বন্দিতা রানী শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক এওয়ার্ড পাওয়ায় আমরা গর্বিত।


শুধু শ্রেষ্ঠ শিক্ষক নয়, আমাদের কলেজ থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপশি রাবিয়া শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষার্থীর এওয়ার্ড পেয়েছেন এবং ক্যারাত ও কবিতা আবৃতিতেও প্রথম স্হান অধিকার করে পুরস্কৃত হয়েছেন। এটা সম্ভব হয়েছে সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম নিয়োমিত পাঠদান। কোভিড-১৯ এর সময় অনলাইনে ক্লাস নেওয়ার জন্যই কলেজের শিক্ষক শিক্ষার্থীরা প্রথম স্হান অধিকার করে কলেজকে সম্মানিত করেছেন।


আগামীতে আশা করছি, জেলা ও বিভাগীয় পর্যায়ে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা একদিন না একদিন পুরস্কৃত হবেন বলে আমার দৃঢ বিশ্বাস। তিনি দাবি করেন, এই  কলেজ বরেন্দ্র অঞ্চল ও তানোর সহ আশপাশের উপজেলায় মহিলা শিক্ষার ক্ষেত্রে প্রচুর অবদান রেখেছে এবং রাখবে। যেহেতু উপজেলার প্রথম মহিলা কলেজ এটি। আমাদের মাননীয় সাংসদকে অনুরোধ করে বলব, তার মাধ্যমেই যেন মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির মাধ্যমে কলেজটিকে সরকারি করণ করার জন্য আকুল আবেদন করছি।


শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহকারী অধ্যাপক বন্দিতা রানী জানান, আমার প্রায় ২৫ বছরের শিক্ষকতায় এটিই প্রথম এওয়ার্ড। আমি অত্যান্ত আনন্দিত ও গর্বিত। সবাই নিজের কাজের জন্য স্বীকৃতি আশা করেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যতদিন বেচে থাকব ততদিন যেন সঠিক ভাবে পাঠদান করাতে পারি এবং মাননীয় সাংসদের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনা এই কলেজটিকে যেন সরকারি করণ করে দেন।


আমি জানিনা বেঁচে থাকা অবস্থায় সরকারি হবে কিনা। আমি প্রার্থনা করি, মহান ঈশ্বর কলেজটিকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী করকারি করণ করেন। এটাই আমার শিক্ষকতার জীবনের স্বপ্ন । আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মুরসেদ আলী মৃধা ও প্রভাষক মুনসেফ আলী। এসময় কলেজের শিক্ষক কর্মচারী সুধীজন ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি