তানোরে মটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
৩০ নভেম্বর, ২০২১, 12:02 PM
৩০ নভেম্বর, ২০২১, 12:02 PM
তানোরে মটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
রাজশাহীর তানোরে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জুবাইর হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাবার নাম কুতুব উদ্দিন। তিনি তানোর পৌর এলাকার জিওল দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। সম্প্রতি (২৯ নভেম্বর) সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় এক ওষুধ কোম্পানীতে চাকুরী করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবাইর তাঁর বোনের বাড়ি উপজেলার মোহর গ্রাম থেকে মটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে আসছিলেন। এসময় ঘন-কুয়াশায় মোহর-মথুরাপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেন। এসময় স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত সহকারী চিকিৎসক শহিদুল ইসলাম পরিবারের লোকদের অবগত করেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, নিহতের পরিবার মাধ্যমে বিষয়টি অবগত হয়ে লাশ সনাক্ত করে দাফনের জন্য পরিবারের লোকজনকে অনুমতি দেয়া হয়েছে। ফলে বাদ জহুর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হবে বলে ঘোষণা দেয়া হয়।