তানোরে ব্যাংকে চুরি, গ্রেফতার ৩!
০২ সেপ্টেম্বর, ২০২২, 4:27 PM
০২ সেপ্টেম্বর, ২০২২, 4:27 PM
তানোরে ব্যাংকে চুরি, গ্রেফতার ৩!
তানোরের বিল্লীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির দায়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনায় তানোর থানায় মামলা দায়ের করেন এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী সেফাউর রহমান। গত শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মেরামতপুর এলাকার কিরণ আলী (২৪)। চারঘাটের বন্দনশহর এলাকার সজল আলী (২২) ও একই উপজেলার পিরোজপুর এলাকার ১৬ বছর বয়সী রাজিব (ছদ্মনাম)। রাজিব স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাকে যশোর কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বিল্লী এলাকায় একটি সরকারি প্রকল্পে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন সজল আলী ও কিরণ আলী। সেখানেই থাকতেন তাঁরা। নির্মাণ সাইটের পাশেই দোতল ভবনের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই শাখায় হানা দেন সজল আলী ও কিরণ আলী। বিষয়টি দেখে ফেলে তাঁদের এক কিশোর সহকর্মী। পরে তারা একসঙ্গে ব্যাংক লুটে নেমে পড়ে। কিন্তু ব্যাংকে কোনো টাকা না পেলেও ২১টি এটিএম কার্ড, ২২টি বিভিন্ন দেশের নোট, কিছু চেক বই, কম্পিউটার সামগ্রী ও ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র চুরি করে নিয়ে যায় তারা।
এঘটনায় বুধবার রাতে তানোর থানায় মামলা দায়ের করেন এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী সেফাউর রহমান। রাতেই আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ। জড়িতদের শনাক্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থানও নিশ্চিত করে সজল আলী ও কিরণ আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পিরোজপুর এলাকার নিজ বাড়ি থেকে কিশোর সহযোগীকেও গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।
তানোর থানার পরিদর্শক (তদন্ত) উসমান গণি বলেন, ‘বিল্লি এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে মালামাল লুট হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আসামি সজল আলী ও কিরণ আলীর পরিকল্পনায় এ কাজ করা হয়েছে। উদ্দেশ্য জেনে যাওয়ায় ওই কিশোরকেও সঙ্গে নেওয়া হয়। এ ঘটনার পর আত্মগোপনে চলে যায় তারা।’
পরিদর্শক আরও বলেন, ‘আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।’