তানোরে জাতীয় শোক দিবসে আ’লীগ নেতাদের খাবার বি তরণ
১৬ আগস্ট, ২০২২, 12:37 PM
১৬ আগস্ট, ২০২২, 12:37 PM
তানোরে জাতীয় শোক দিবসে আ’লীগ নেতাদের খাবার বি তরণ
বাঙালি জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর আব্দুল ওহাব, আব্দুর রাজ্জাক মাস্টার ও কার্তিক চন্দ্র ভূঁইমালী প্রমুখ।
অপরদিকে, তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শোক র্যালী বের করা হয়। র্যালীটি তানোর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গোল্লাপাড়া বাজারস্থ আ’লীগের পার্টি অফিসে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। এসময় উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক আগামীতে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী আবুল বাসার সুজন। এহেন সময় তিনি নেতাকর্মীদের কাঙ্গালীভোজের খাবার বিতরণ করেন।
এরআগে তানোর পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরমেয়র ইমরুল হকের নেতৃত্বে পৃথক শোক র্যালী বের করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাকিবুল সরকার পাপুল ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ প্রমুখ।
এদিকে, তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আ’লীগের উদ্যোগে আকচা প্রাথমিক বিদ্যালয় চত্বরে শোকসভা অনুষ্ঠিত হয়। এরআগে বিদ্যালয় চত্বর থেকে এক শোক র্যালী বের হয়ে ওই এলাকা প্রদক্ষিণ করে। পরে অত্র ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পদক নওশাদ আলীর সঞ্চলনায় শোকসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি ডা. মজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন, তানোর পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন, অত্র ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এসময় বক্তব্য দেন, আকচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব আলী ও সহকারী শিক্ষিকা চম্পা রানী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শোক র্যালী ও সভা বের করা হয়। সভা শেষে চিত্রাংন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাযাত অনুষ্ঠিত হয়।