তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
২৩ জুলাই, ২০২২, 9:37 PM
২৩ জুলাই, ২০২২, 9:37 PM
তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
“নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত থেকে মৎস্য চাষে কিভাবে সফল হওয়া যায় ও মৎস্য চাষে বর্হিরবিশ্বে কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তা নিয়েও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, তানোর মডেল প্রেস ক্লাবের সভাপতি আলিফ হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।