ডিবির অভিযানে মোবাইল চোর চক্রের দুই সদস্য আটক, সাতটি চোরাই মোবাইল উদ্ধার
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২১, 8:18 PM
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২১, 8:18 PM
ডিবির অভিযানে মোবাইল চোর চক্রের দুই সদস্য আটক, সাতটি চোরাই মোবাইল উদ্ধার
যশোর ঝিকরগাছার বাকড়া বাজারের মোবাইল দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।ডিবির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এর নেতৃত্বে এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেনের সমন্বয়ে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু রাসেলকে সন্দেহ আটক করে। আটক রাসেল ওই গ্রামের মৃত রবিউলের ছেলে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। পরে তার কাছথেকে পাওয়া তথ্য মতে খুলনার দৌলতপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই সাতটি মোবাইল উদ্ধার করা হয়। আটক অপরজন লিখন দাস খুলনা দৌলতপুর পাবলা তিনদোকান মোড়ের খোকন দাসের ছেলে।
উল্লেখ, গত ২৩ আগস্ট বাকড়া বাজারের নাজমুল হোসেন এর শুশান মোবাইল সেন্টার নামের একটি মোবাইলের দোকান থেকে ১৬ টি মোবাইল ফোন বক্সসহ চুরি হয়। এ ঘটনার পর বিভিন্ন স্থানে খোজাখুজির পর গত ১৪ নভেম্বর ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। ডিবির অভিযানে ওই দুই আসামি সহ সাতটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চুরি করে ওই সব সেট আবু রাসেল ইভেলীর পন্য হিসেবে খুলনার একটি দোকানে ৭টি মোবাইল এবং বিভিন্ন মানুষের কাছে ওই সেটগুলি বিক্রি করে।