ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে উস্হি থানার পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে বড়সড় অভিযান গ্রেফতার, ১,জন
০৯ ফেব্রুয়ারি, ২০২২, 1:37 AM
০৯ ফেব্রুয়ারি, ২০২২, 1:37 AM
ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে উস্হি থানার পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে বড়সড় অভিযান গ্রেফতার, ১,জন
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানার দক্ষ ও নয়া ওসির নির্দেশে আজ উস্হি বাজার এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তি কে গ্রেফতার করে উস্হি থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফ সরদার। অভিযুক্ত কে আজ ডায়মন্ডহারবার জেলা পুলিশের আদালতে তোলা হয়। এবং অভিযুক্ত ব্যক্তি কে জেলহাজতে পাঠানো হয়। গত লকডাউনের সময় থেকে উস্হি থানার বিভিন্ন যায়গায় যেমন বেআইনি ভাবে গাজা ও মাদক দ্রব্য বিক্রি বেড়ে ওঠেছে। এবং সঙ্গে পাল্লা দিয়ে জুয়া ও সাট্টার কারবার দিন বৃদ্ধি পায়। কিন্তু অনেক সময় খবর পাওয়া গেলেও আগে থেকেই খবর পেয়ে অসাধু ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা স্হান পরিবর্তন করে নিয়ে সরে পড়তেন। কিন্তু কিছু দিন আগে উস্হি থানা ও মগরাহাট থানার নতুন সি আই সাহেব শ্রী সুবীর বাগ আসার পর থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। সেই সঙ্গে উস্হি থানার নতুন অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত এবং পি সি পার্টির অফিসার জনাব মিহির বাবু ও শ্রী সজল বাবু এবং সন্দীপ বাবু সহ উস্হি থানার দক্ষ পুলিশ অফিসাররা একযোগে জুয়া ও পাট্টা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া হাতে দমন করতে অভিযানে নামেন। এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন যায়গায় থেকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য ও জুয়ার ঠেক থেকে জুয়াড়ীদের গ্রেফতার করে নিয়ে আসছেন। ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানা কে অপরাধ মুক্ত করতে একযোগে কাজ করে চলেছে মগরাহাট থানা ও উস্হি থানা দক্ষ সি আই শ্রী সুবীর বাগ এবং উস্হি থানার নয়া অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত সাহেব।