ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে উস্হি থানার উদ্দোগে রক্তদান শিবির
২৬ মে, ২০২২, 3:43 PM
২৬ মে, ২০২২, 3:43 PM
ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে উস্হি থানার উদ্দোগে রক্তদান শিবির
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানার উদ্দোগে রক্তদান শিবিরের আয়োজন করেন উস্হি থানার অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত। এই রক্তদান শিবিরে রক্তদান করেন উস্হি থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ কর্মীরা। সেই সাথে সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্তিত ছিলেন উস্হি থানা ও মগরাহাট থানার দায়িত্ব প্রাপ্ত সার্কেল অফিসার শ্রী সুবির বাগ। এবং এই রক্তদান শিবিরে উপস্তিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেত্রী শ্রীমতী সঙ্গীতা হালদার এবং মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিগ্যাল সেল অথোরিটির সদস্য এবং আইনজীবী জনাব মিকাইল মোল্লা এই রক্তদান শিবির সফল করতে উস্হি থানার বড় বাবু এবং সি আই কে সাহায্য করেন, উস্তি থানার পুলিশ অফিসার জনাব মানজান বাবু এবং পুলিশ অফিসার শ্রী সজল বাবু ও শ্রী নির্মল বৈরাগী সহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ কর্মচারীরা। এই রক্তদান শিবিরে উপস্তিত হওয়ার জন্য এবং রক্তদান কারীদের সকল শুভেচ্ছা জানান উস্হি থানার অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত সাহেব।