ডায়মন্ডহারবার জেলা পুলিশের অভিযানে ধরা পড়ল গাঁজা রানী মবিয়া বিবি
২৬ জুলাই, ২০২২, 12:57 PM
২৬ জুলাই, ২০২২, 12:57 PM
ডায়মন্ডহারবার জেলা পুলিশের অভিযানে ধরা পড়ল গাঁজা রানী মবিয়া বিবি
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের এস পি ধৃতিমান সরকারের নির্দেশে অপরাধ মুক্ত ডায়মন্ডহারবার জেলা গড়তে অপরাধীদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করে দিয়েছে। এদিন ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে বিষ্ণুপুর থানার পুলিশ ও কালি তলা আশুতি থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এবং বিষ্ণুপুর থানার অন্তর্গত মহিষা গোট পোল এর খাল পাড়ের নীচ থেকে গাঁজা রানী মবিয়া বিবি কে প্রায় ১৩কেজির, অধিক গাঁজা এবং নগদ ৫২৫০০টাকা, উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে মবিয়া বিবি সহ তার তিন সাগরেদ কে গ্রেপ্তার করা হয়েছে। আজকের তাদেরকে আলিপুর কোর্টে তোলা হবে। সম্প্রতি বিষ্ণুপুর থানার বিভিন্ন যায়গায় মদের কারবার বন্ধ হয়ে গেছে প্রায়। তাই মাদক ব্যবসায়ীরা এবার অভিনবত্ব ভাবে গাঁজা কারবারের সাথে যুক্ত হয়েছে। তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার ধৃতিমান সরকারের নেতৃত্ব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।