ডাকাতি হয়ে যাওয়া মাল উদ্ধার করে ফিরিয়ে দিল বারুইপুর জেলা পুলিশ
১৬ মে, ২০২২, 8:12 PM
১৬ মে, ২০২২, 8:12 PM
ডাকাতি হয়ে যাওয়া মাল উদ্ধার করে ফিরিয়ে দিল বারুইপুর জেলা পুলিশ
গত এপ্রিল মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর থানার বেতবেড়িয়া রেল স্টেশন এলকায় একটি গৃহস্থ বাড়িতে ডাকাতি হয়। এবং ঐ গৃহস্থ বাড়ি থেকে প্রায় কয়েক লাখ মূল্যের পণ্য ও কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। সেই কেসের তদন্ত শুরু করেন বারুইপুর জেলা পুলিশের দক্ষ অফিসার এস ও জি শ্রী লক্ষী রতন বিশ্বাস এবং বারুইপুর থানার দক্ষ পুলিশ অফিসার এবং বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায়। তিনি তার টিম কে নিয়ে বিভিন্ন যায়গায় খোঁজ খবর নিতে থাকে। এবং নিদিষ্ট হয়ে যায় এই ডাকাতি র সাথে কারা যুক্ত। সাথে সাথে ডাকাতদলের ধরতে জাল পাতে বারুইপুর জেলা পুলিশ। আর মাস ঘুরতে না ঘুরতে সেই জালে ধরা পড়ে যায় পুরো ডাকাতের দলবল। গতকাল থেকে আজ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় খানা তল্লাশি অভিযান চালিয়ে ডাকাতির মাল সহ পুরো ডাকাতের দলবল কে গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশ। এই ডাকাতির ঘটনায় জড়িত থাকার জন্য ভোলা গাজী বাড়ি উস্হি থানার অন্তর্গত উত্তর কুসুম অঞ্চলের লস্কর পাড়ার কানপুর থেকে। এবং আলী নুর গাজী বাড়ি ক্যানিং থানার অন্তর্গত ডেভিস আবাদ এলাকায়। এবং রাকিবুল খান বাড়ি বারুইপুর থানার উত্তর বেলেগাছি এলাকায় ও আসগার আলী মোল্লা বাড়ি ডায়মন্ডহারবার জেলা পুলিশ এর অধীনে মন্দির বাজারে, বর্তমানে থাকেন বারুইপুর থানার অধীনস্থ বেতবেড়িয়া এলাকায় এবং ইসমাইল মোল্লা বাড়ি আকর বাজার মন্দির বাজার এলাকায়। এদের সকলেই গ্রেপ্তার করা হয়েছে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের বারুইপুরের এস ডি পি ও সাহেব এবং বারুইপুর জেলা পুলিশের গোয়েন্দা প্রধান এস ও জি শ্রী লক্ষী রতন বিশ্বাস এবং বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায় ধৃতদের মিডিয়ার সামনে হাজির করান এবং ধৃত ডাকাত দলের সবাই কে বারুইপুর জেলা পুলিশের দায়রা আদালতে তোলা হবে এবং তাদের কে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য একটি রিট আবেদন করা হবে জেরা করার প্রয়োজনে। বারুইপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার শ্রী পুস্পা দেবী আই পি এস আসার পর থেকে অপরাধ মুক্ত বারুইপুর জেলা তৈরি করার লক্ষ্যে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।