ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকা পরিশোধ করতে না পারায় পোস্ট মেশিন ‘বন্ধক’
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ
১৭ নভেম্বর, ২০২১, 4:18 PM
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ
১৭ নভেম্বর, ২০২১, 4:18 PM
ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকা পরিশোধ করতে না পারায় পোস্ট মেশিন ‘বন্ধক’
পোস্ট অফিসের ডিজিটাল উদ্যোক্তা নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও উপবিভাগ পোস্ট অফিসের সহকারী পরিদর্শক বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, সদর উপজেলার নাম প্রকাশের অনিচ্ছুক এক পল্লী চিকিৎসককে টাকার বিনিময়ে শাখা ডাকঘরের ডিজিটাল সেন্টারে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে অফিস ভিজিট করতে গেলে চা-নাস্তা বাবদ খরচ দিতে হতো সহকারী পরিদর্শকে।
এক সময় চা-নাস্তার খরচের টাকা বাড়িয়ে দিতে হবে বলে উদ্যোক্তাকে জানান ওই কর্মকর্তা। উদ্যোক্তা টাকা দিতে অস্বীকৃতি জানালে কৌশলে তার নিয়োগ বাতিল করা হয়। নিয়োগ বাতিলের বিষয় এই কর্মকর্তা উদ্যোক্তাকে অবহিত করলে তিনি তার নিয়োগের পুরো টাকা ফেরত চান।
এরপর ১০ হাজার টাকা দিয়ে, বাকি টাকা পরিশোধ করতে না পারায় এই কর্মকর্তা পোস্ট মেশিনটি বন্ধক রাখেন বলে জানান সাবেক উদ্যোক্তা।
এ বিষয়ে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নেইনি।’ আপনি অফিসে আসেন বলে কলটি কেটে দেন তিনি।
ডি-হাট শাখার পোস্ট মাস্টার উজির আলীর সাথে কথা হলে তিনি জানান, ওই সহকারী পরিদর্শক উদ্যোক্তার কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ প্রদান করেছিলেন। নিয়োগ বাতিলের পর সমুদয় টাকা দিতে ব্যর্থ হলে ১০ হাজার বিপরীতে পোস্ট মেশিনটি বন্ধন রাখেন বলে তিনিও জানান।