সংবাদ শিরোনাম
টঙ্গীতে প্রায় ২০০ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ
ডেস্ক রিপোর্ট
১৮ নভেম্বর, ২০২১, 2:14 AM
ডেস্ক রিপোর্ট
১৮ নভেম্বর, ২০২১, 2:14 AM
টঙ্গীতে প্রায় ২০০ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ
গ্রেফতারকৃত আসামী মানিক বড়াল(৪০), পিতা: মৃত জ্ঞানেন্দ্র বড়াল, সাং: গন্ধব, পো: অখরা জুরি, থানা: কাউখালি, জেলা: পিরোজপুর।
এস আই শুভ মন্ডল, এস আই মোঃ আবুল কাশেম, এবং সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর বুধবার ৭.৫৫ মিনিটে টঙ্গী এ/পি কলেজ গেট এলাকার বাশারের বাড়ির ৫ম তলায় অভিযান চালিয়ে (ভাড়াটিয়া) আসামি মানিক বড়ালকে গ্রেফতার করেন। এ সময় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
সম্পর্কিত