ঝিকরগাছায় যুবলীগের পক্ষে ২হাজার বৃক্ষরোপনের উদ্বোধনে প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন
১৩ জুলাই, ২০২২, 5:18 PM
১৩ জুলাই, ২০২২, 5:18 PM
ঝিকরগাছায় যুবলীগের পক্ষে ২হাজার বৃক্ষরোপনের উদ্বোধনে প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর সদরের বিভিন্ন স্থানে ২হাজার বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধরণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল’র আহবানে আমার নিজ উপজেলায় ২হাজার বৃক্ষরোপন করা হবে। যার অংশহিসেবে আজ বুধবার প্রথম দিনে সকালে সরকারি বহুমুখী মডেল (এম.এল) হাইস্কুল মোড়ের নজরুল চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের হাসপাতাল, গরুহাট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নির্বাখোলা ইউনিয়ন, হাজিরবাগ ইউনিয়ন, শংকরপুর ইউনিয়ন এবং বাঁকড়া ইউনিয়নে ৫শত বৃক্ষরোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, জেলা যুবলীগ নেতা আজাহার আলী, পৌর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, শাওন রেজা খোকা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আাহবায়ক মাহাবুর হাসান বরি, পৌর কাউন্সিলর ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।