ঝিকরগাছার সেবা সংগঠনের মাধ্যমে অসহায় উষা পেল চিকিৎসা ও ঔষধ
১৭ এপ্রিল, ২০২২, 8:54 PM
১৭ এপ্রিল, ২০২২, 8:54 PM
ঝিকরগাছার সেবা সংগঠনের মাধ্যমে অসহায় উষা পেল চিকিৎসা ও ঔষধ
যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র মাধ্যমে এক অসহায় উষা রাণী (৩০) পেল চিকিৎসা ও ঔষধপত্র। অসহায় কেস্ট দাসের মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কোন আলোর দিশা না পেয়ে লোকের মুখে শুনে প্রায় দু’সপ্তাহ পূর্বে আসে পিতার আকুতি জানাতে। পিতার আকুতি শুনে পিতাকে নিরাশ না করে অসহায় পিতার আলোর দিশা জ্বালিয়ে চিকিৎসা দায়িত্ব গ্রহণ করেন সেবা সংগঠন। অসহায় পরিবারের দাবি ছিল তাদের মেয়ের মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। কিন্তু সেবা সংগঠন উষা রাণীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে ক্যান্সার রোগের চিকিৎসকের নিকট নিয়ে পরিক্ষা নিরিক্ষার করিয়ে ডাক্তারের নিকট রিপোর্ট দেখালে কতব্যরত চিকিৎসক বলেন তার কোন ক্যান্সার রোগ হয়নি। তার হার্ড ও একজিমা রোগ আছে। পরবর্তীতে তাকে সেবা সংগঠনের মাধ্যমে হার্ডের ডাক্তারের সাথে যোগাযোগ করে ব্যবস্থাপত্র নিয়ে আগামী একমাসের ঔষধের ব্যবস্থা গ্রহণ করে রবিবার সকালে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসেন সেবা সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পানিসার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবর জান বরুন, মীর লুৎফর রহমান হেফজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আরশাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য আসাদুল জামান, পানিসার ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হাসনা হেনা প্রমুখ।