জ্যামাইকায় পুনরায় আসছে হাজী বিরানী
২৩ ডিসেম্বর, ২০২১, 4:07 PM
২৩ ডিসেম্বর, ২০২১, 4:07 PM
জ্যামাইকায় পুনরায় আসছে হাজী বিরানী
২৪ ডিসেম্বর শুক্রবার (বাদ জুমা)দুপুর ২টায় পুনরায় জনপ্রিয় হাজী বিরানী রেষ্টুরেন্ট চালু হচ্ছে । নিউইয়র্কের জামাইকার ১৭০-১৬ হিলসাইজ এভিনিউতে আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিন এর সহ সভাপতি,বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ-এর বিশেষ প্রতিনিধি ,বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভুইয়ার তত্বাবধানে পুনরায় শুভ উদ্বোধন হবে । ৫ বছর পূর্বে হাজী বিরানী রেষ্টুরেন্ট নিউইর্য়ক এর জ্যামাইকায় কয়েক বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায় । উল্লেখ্য ,৯০ দশকে আলমগীর ভুইয়া নিউইয়র্কে এর ম্যানহাটনে প্রথম রেষ্টুরেন্ট চালু করে ছিলেন ।এক দশক চালুর পর তা বন্ধ হয়ে যায় ।সেই বছর প্রথম বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ উৎযাপন করেছিলেন ।