জেলা প্রশাসন,সমাজসেবার পক্ষ থেকে জটিল রোগে আক্রান্ত রোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান
সামিয়ান তাজুল সুনামগঞ্জঃ
২৮ আগস্ট, ২০২২, 8:55 PM
সামিয়ান তাজুল সুনামগঞ্জঃ
২৮ আগস্ট, ২০২২, 8:55 PM
জেলা প্রশাসন,সমাজসেবার পক্ষ থেকে জটিল রোগে আক্রান্ত রোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান
আজ ২৮ আগস্ট ২০২২ তারিখ সকাল ১০:৩০ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, সুনামগঞ্জের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৯৬ জন রোগীর মাঝে ৫০,০০০/- টাকা হারে মোট ৪৮,০০,০০০/- টাকা এবং সাধারণ স্বেচ্ছাসেবী ৫০টি সংগঠনকে ১৮,১০,০০০/- টাকা এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন এবং কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণোত্তর উপকরণ সহায়তা বাবদ ৫০জন শিক্ষার্থীকে ১০,০০০/- টাকা করে ৫,০০,০০০/- টাকার চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক সুচিত্রা রায়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্হানীয় সরকারের উপপরিচালক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সমাজসেবা প্রফেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলম, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া আরা শাম্মী, পৌরসভা সংরক্ষিত নারী সদস্য সামিনা চৌধুরী প্রমুখ।