জীবন তলায় তৃনমূল ভবনের নতুন দ্বার উন্মোচন করেন বিধায়ক জনাব শওকাত মোল্লা
০১ জানুয়ারি, ২০২২, 7:11 PM
০১ জানুয়ারি, ২০২২, 7:11 PM
জীবন তলায় তৃনমূল ভবনের নতুন দ্বার উন্মোচন করেন বিধায়ক জনাব শওকাত মোল্লা
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং পশ্চিমের জীবন তলায় নতুন তৃনমূল দলের পার্টি অফিসের দ্বার উন্মুক্ত করেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য জনাব শওকাত মোল্লা। দীর্ঘদিন ধরে বিভিন্ন যায়গায় দলীয় অফিস থাকলেও সাধারণ মানুষের কাজের অসুবিধা হচ্ছে ছিল কেন্দ্রীয় কার্যালয় না থাকায়। সবদিক ভেবে সাধারণ তৃনমূল দলের কর্মীদের কথা মাথায় রেখে দলীয় কাজের সুবিধার জন্য জীবন তলায় নতুন তৃনমূল দলের ভবন নির্মাণ করা হয়েছে। এই নির্মান কাজে ক্যানিং পশ্চিমের বিধায়ক ও দলের কর্মীদের সাহায্য তৈরি করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের দুই নম্বর পঞ্চায়েত সমিতি র সহকারী সভাপতি জনাব মোক্তার সেখ এবং ভাঙ্গড় ওয়ান পঞ্চায়েত সমিতি র সভাপতি জনাব সাহজান মোল্লা ও জীবন তলা থানার ভারপ্রাপ্ত ওসি শ্রী সমরেশ ঘোষ এবং প্রধান ইছা উদ্দিন সেখ ও ক্যানিং পশ্চিমের যুব সভাপতি জনাব সাদেক লস্কর ও উপপ্রধান জনাব সারিকুল দপ্তরি এবং স্হানীয় প্রধান জনাব রমজান মোল্লা সহ বিভিন্ন অঞ্চলের সভাপতি ও তৃনমূল দলের নেতা ও কর্মীরা।