জাল সনদে ৭ বছর চাকুরীর নিউজ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন এর প্রতিবাদ জানিয়েছেন আবু তালেব!
০৫ সেপ্টেম্বর, ২০২২, 11:45 AM
০৫ সেপ্টেম্বর, ২০২২, 11:45 AM
জাল সনদে ৭ বছর চাকুরীর নিউজ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন এর প্রতিবাদ জানিয়েছেন আবু তালেব!
সহকারী শিক্ষক আবু তালেব।তিনি এতদিনে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানে জ্ঞানগর্ভ শিক্ষা দিতেন। পরামর্শ দিতেন সৎ মানুষ হওয়ার। নিজেকেও পরিচয় দিতেন একজন আদর্শ শিক্ষক হিসেবে। কিন্তু কে জানতো তিনি অসৎ কর্ম আঁড়াল করে শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীদের। যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য যোগ্যতার সনদ দিয়েছেন সেই সনদপত্রে মিলেছে তার জালিয়াতির প্রমাণ না মিললেও। অবশেষে তার বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদে জাল জালিয়াতির প্রমাণ পাওয়া যাইনি। এ শিক্ষক প্রায় ৭ বছর ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদপত্র দাখিল করে চাকরি করে আসছেন।স্থানীয় ও সূত্রে পাওয়া তথ্যে জানা যায়,আবু তালেব ২০১৫ সালে রাজশাহীর তানোর উপজেলার চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। ওই নিয়োগ পরীক্ষায় তিনি অন্যান্য শিক্ষা সনদের সঙ্গে শিক্ষক নিবন্ধনের একটি সনদপত্র দাখিল করেন। ২০১৪ সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তার রোল নম্বর ৩০৬২৬০৯২,রেজিস্ট্রেশন নম্বর-২০১৪১১০৪২৫৮০ উল্লেখ করা হয়। এদিকে তালেবের দাখিলকৃত শিক্ষক নিবন্ধনের সনদটি সঠিক কিনা তা যাছাইয়ের জন্য রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে আবু তালেবের সনদটি যাচাই শেষে শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান,আবু তালেব যে সনদ নিয়ে চাকুরী নিয়েছেন সেটি তদন্ত সাপেক্ষ দেখবো।এটি ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষক তালেবের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে গুঞ্জন সৃষ্টি হয়েছে। আবু তালবের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তার মানক্ষুণ্ণ করছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আবু তালেব যদি জাল সনদেই চাকুরী করেন তবে ৭ বছর ধরে তার কোন অনৈতিক কর্মকান্ড নেই তবে এখন তাকে সমাজে কলংকিত করছেন এটা মিথ্যা ও বানোয়াট এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আবু তালেব। প্রধান শিক্ষক আবু হেনা মোঃ কামরুজ্জামান বলছেন ভিন্ন কথা।মোবাইল ফোনে তিনি এ প্রতিবেদককে জানান,ম্যানেজিং কমিটি এবং জেলা শিক্ষা অফিসার আবু তালেবকে নিয়োগ দেওয়ার সময় তার শিক্ষক নিবন্ধন সনদটি যাচাইবাছাই করে দেখেছে,তারপর ই আমি সত্যায়িত করেছি।এখন যখন শুনছি তালেবের সনদটি জাল,তখন আমরা জেলা শিক্ষা অফিসে গিয়ে দেখেছি আবু তালেবের সার্টিফিকেট সঠিক ।#