জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শোলজ শপথ নিলেন
০৯ ডিসেম্বর, ২০২১, 10:54 AM
০৯ ডিসেম্বর, ২০২১, 10:54 AM
জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শোলজ শপথ নিলেন
জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ৬৩ বছর বয়সী ওলাফ শোলজ। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে নির্বাচিত হয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে। ওলাফ শোলচের শপথ গ্রহণের পর ইউরোপের বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব থেকে ১৬ বছর পর বিদায় নিলেন আঙ্গেলা মার্কেল।
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শোলজকে চ্যান্সেলর নির্বাচিত করেছে। তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। বিবিসির জানিয়েছে, সামাজিক গণতন্ত্রী দল, উদারপন্থি দল ও পরিবেশবাদী সবুজ দল; এই তিন দলকে নিয়ে ওলাফ শোলজের মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একাধিক ক্ষেত্রে আমূল সংস্কারের মাধ্যমে জার্মানির আধুনিকীকরণের উপর জোর দেবে নতুন মন্ত্রিসভা৷ জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে কার্বণ নির্গমন কমানো, দেশের প্রায় সবক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও নিবিড় সম্পর্কের মতো একাধিক ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করছে এই জোট৷