জামালগঞ্জে নবাগত ওসির সাথে সুপার সিক্সটির মত বিনিময়
আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রতিনিধিঃ
১৫ নভেম্বর, ২০২১, 7:12 PM
আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রতিনিধিঃ
১৫ নভেম্বর, ২০২১, 7:12 PM
জামালগঞ্জে নবাগত ওসির সাথে সুপার সিক্সটির মত বিনিময়
জামালগঞ্জ থানায় যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব "মীর মোহাম্মদ আব্দুন নাসের"এর সাথে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে
এসময় তিনি সুপার সিক্সটি সদস্যদের সাথে পরিচয় ও মত বিনিময় করেন। সুপার সিক্সটির পাশে থাকবেন বলে আশ্বাস দেন। সুপার সিক্সটির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সফলতা কামনা করেন।
জামালগঞ্জের ইতিহাস,ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট উঠে আসে এসময় । পাশাপাশি আরো উঠে আসে ওনার পূর্বের কর্মস্থলের কাজের সফলতা। এছাড়াও বর্তমান কর্মস্থল জামালগঞ্জের জনগণের কল্যানে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের মুগ্ধ করেছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে থাকবেন বলেও আমাদের জানিয়েছেন। এছাড়াও সৃজনশীল মেধায় অনেক নতুন নতুন কনসেপ্ট শেয়ার করেছেন, যা ভবিষ্যতে জামালগঞ্জবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে।