জঙ্গিপুর জেলা পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ফারক্কার ব্যাঙ্ক ডাকাতি গ্রেপ্তার ৮ ডাকাত
২৮ এপ্রিল, ২০২২, 9:30 PM
২৮ এপ্রিল, ২০২২, 9:30 PM
জঙ্গিপুর জেলা পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ফারক্কার ব্যাঙ্ক ডাকাতি গ্রেপ্তার ৮ ডাকাত
আজ পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর জেলা পুলিশের অধীনে রঘুনাথগন্জ থানার থানার চেষ্টায় যৌথ অভিযান চালিয়ে আজ ফারাক্কার একটি ব্যাঙ্ক ডাকাতি র হাত থেকে রক্ষা করেন । এই জেলা পুলিশ ও রঘুনাথ গন্জ থানার যৌথ অভিযানে নেতৃত্ব দেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার শ্রী ভোলা নাথ পাণ্ডে আই পি এস। জঙ্গিপুর জেলা পুলিশ ও রঘুনাথ গন্জ থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ২,লক্ষ, ৫০,হাজার, টাকা এবং একটি স্কোর পিও গাড়ি ও মারণাস্ত্র। এবং ডাকাতি করার জন্য সামগ্রী। গ্রেপ্তার করা হয়েছে মোট ৮,জন, কে। ধৃত ব্যক্তিদের মধ্যে প্রভাকর শিকদার ও অরুন সরকারের বাড়ি নদীয়া জেলার নাকাশিপাড়া তে। বিশ্বজিৎ রাই এর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের রাধানগরে। এবং রুদল সিঙ বাড়ি হিরোনপুরে বাঘা নাহারিয়ার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পোদা সুন্দর পাহাড়িয়া গ্রামে বজরঙ পতি ও বিজয় তাতি শঙ্কর সাহুর বাড়ি বিহারের ভগলপুরে। ধৃত ব্যক্তিদের আজ জঙ্গিপুর দায়রা আদালতে তোলা হবে। এবং এদেরকে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে।