ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, ৪ জনকে শোকজ!

#

০৭ সেপ্টেম্বর, ২০২২,  9:20 PM

news image

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাজনিত অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট  ডা. রাজীব পালের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়।  

কমিটিকে চলতি মাসের ১২ সেপ্টেম্বরের  মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এ ঘটনায়  ডাক্তার-নার্স সহ ৪ জনকে শোকজ করা হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আহম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, গত সোমবার (০৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে  দিকে সুনামগঞ্জ জেলার ছাতক  উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৫০) কর্তব্যরত  ডাক্তার ও নার্সদের চিকিৎসাজনিত অবহেলার কারণে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় বলে দাবি করেন স্বজনেরা।


মৃত আবুল হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১২ টায় মো: আব্দুল হামিদ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকে শ্বাসকষ্ট বেড়ে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। 

এমতাবস্থায় গত রোববার ( ৪ নভেম্বর) বিকেলে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রচন্ড যন্ত্রণায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এসময় রোগীর স্ত্রী নার্সিং স্টেশন বন্ধ পেয়ে ডাক্তার ও নার্সদের অনেক খোঁজাখুজি করেন। এক পর্যায়ে নার্সকে পেলে স্বামীকে দেখার জন্য অনেক অনুরোধ করেন। এতে গুরুত্ব না দিয়ে ডাক্তার রাউন্ডে আসলে দেখবে বলে সান্তনা দেন। এমতাবস্থায়  রাত ১১ টায় রোগীর শারীরিক অবস্থা আরো অবনতি হলে ডাক্তার আসার পর রোগী মৃত্যুবরণ করেন।


এদিকে, রোগীর মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনেরা হাসপাতালে তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা স্বাক্ষর দিয়ে রোগীর লাশ নিতে অপারগতা প্রকাশ করে থানায় মামলার সিদ্ধান্ত নেন। রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর রোগীর স্বজনদের শান্তনা দেন এবং সঠিক তদন্তের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দেন।


 এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূধন ধর বলেন, চিকিৎসায় অবহেলা জানতে পেরে ইতোমধ্যে ডাক্তার-নার্স সহ চারজনকে শোকজ করা হয়েছে। এছাড়াও  চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনা কতটুকু সঠিক তা প্রমাণিত করতে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট  ডা. রাজীব পালের নেতৃত্বে  ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার হয়েছে।  আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করবে।   


সুনামগঞ্জে জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন বলেন,  জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার কথা জানতে পেরেছি। এ ব্যাপারে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে।  কমিটিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  প্রতিবেদনে কেউ দায়ী থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি