ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

জগন্নাথপুরে মুজিবনগর দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

১৮ এপ্রিল, ২০২২,  1:11 AM

news image

জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব নগর দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুজিব নগর সরকার গঠিত হয়। এই সরকারের মাধ্যমেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এই ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ। পরে,আজিজুস সামাদ আজাদ ডন জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পরিদর্শন করেন।  দুপুরে তিনি হাওরের বিভিন্ন বাঁধ এবং স্লুইসগেট পরিদর্শন

করেন এবং কৃষকদের সাথে কথা বলেন। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর

ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল আলম বকুল, পৌর কাউন্সিলর সোহেল আহমদ ,মেম্বার অনিল বাবু, জেলা আওয়ামী লীগ নেতা

এড. শুক্কুর আলী, এড. ওদুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, মুক্তাদির আহমদ মুক্তা,  উপজেলা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর স্বেচছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ তানিন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নবীনূর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মিয়া, সাবেক ছাত্রনেতা সৈয়দ এহসান, শাহান আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েফ আহমদ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি