জগন্নাথপুরে ট্রলি মালিক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
১৫ নভেম্বর, ২০২১, 8:48 PM
১৫ নভেম্বর, ২০২১, 8:48 PM
জগন্নাথপুরে ট্রলি মালিক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মতো ট্রলি মালিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। টানা দেড় ঘন্টা ভোট গণনা শেষে বিকাল ৫.৩০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন- জগন্নাথপুর উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ নূরুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোতালিব মিয়া ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট। সহসভাপতি পদে মোঃ সামছুল হক আম প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মতিউর রহমান গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আঙ্গুর মিয়া মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছদরুল আমিন সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট। নির্বাচনে মোট ১২ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোঃ জাহির উদ্দিন, জয়েন সেক্রেটারি বিশ্ব বৈদ্য সহ আরো অনেকে।