ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে ককটেল বিষ্ফোরণে আহত- ৮

#

১১ নভেম্বর, ২০২১,  6:57 PM

news image




আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই সহিংসতার ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচনকে ঘিরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে ক্ষমতাশীন দলের মনোনীত প্রার্থী খাইরুল ইসলামের সমর্থকরা এই ঘটনা ঘঠিয়েছে বলে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন। 


গতকাল বুধবার দিবাগত রাত পৌণে ১০টার দিকে খাসেরহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের নির্বাচনী অফিসের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় ককটেল বিষ্ফোরনে আহত হয়েছেন ৮ জন। আহতরা হচ্ছে যথাক্রমে, কাইয়ুম রেজা, কাওসার, রয়েল, বদিউর, আলমগীর, আপেল, কালু ও সানাউল্লাহ। 


প্রত্যক্ষদর্শী ও স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের সমর্থক আহত কাইয়ুম রেজা বলেন, নৌকা প্রতীকের সমর্থক টমাস প্রথমে ৩টি ককটেল ফাটিয়ে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের সমর্থকদের উপরে চাপিয়ে চেষ্টা করে এবং জনসম্মূখে মিথ্যা অপপ্রচার চালায়। এ সময় মিথ্যা অপপ্রচারে বাধা দিলে টমাসের নেতৃত্বে ৩০-৩৫ জন ব্যক্তি আমাদের উপরে হামলা চালিয়ে ৩টি মটরসাইকেল ভাঙচুর করে। বর্তমানে ২ জন হাসপাতালে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। 


স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন বলেন, আমার প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় প্রতিপক্ষ ক্ষমতাশীন দলের মনোনীত প্রার্থী খাইরুল ইসলামের সমর্থকরা আমার কর্মী ও সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তারা ককটেল বিষ্ফোরণ ফাটিয়ে আমার ৮ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। 


তিনি আরও বলেন, প্রতীক বরাদ্দের আগেই যদি এমন সহিংসতা ঘটে, তাহলে ২৮ নভেম্বর সুষ্ঠ নির্বাচন হবে কি না আমার সন্দেহ আছে। স্থানীয় প্রশাসনসহ জেলা-উপজেলা নির্বাচন অফিসারের কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আবেদন করেছি। 


এদিকে, ক্ষমতাশীন দলের মনোনীত প্রার্থী খাইরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরাই এই ঘটনাটি ঘটিয়ে আমাকে দোষারোপ করার চেষ্টা করছে। 


মনাকষা ও বিনোদপুর ইউনিয়ন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৩টি ভাঙচুর করা মটরসাইকেল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে জমা রাখা  দেয়া হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও জানান, শুধু বিনোদপুর ইউনিয়ন নয়, পুরো উপজেলায় সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরণের সহিংসতা রোধে পুলিশের পক্ষ থেকে তৎপরতা অব্যহত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবেনা এ বিষয়ে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক এলার্ড রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি