চরম আর্থিক সঙ্কটে কলকাতা পৌরসভা, লক্ষীর ভাড় শূন্য পেনশন বন্ধ বহু কর্মচারীদের
২৮ জানুয়ারি, ২০২২, 1:35 PM
২৮ জানুয়ারি, ২০২২, 1:35 PM
চরম আর্থিক সঙ্কটে কলকাতা পৌরসভা, লক্ষীর ভাড় শূন্য পেনশন বন্ধ বহু কর্মচারীদের
কিছুদিন আগে কলকাতা পৌরসভার নির্বাচনে বহু সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসে তৃতীয় বারের জন্য তৃনমূল দল। এবং ফের কলকাতার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন পশ্চিম বাংলা সরকারের পরিবহন মন্ত্রী ও তৃনমূল দলের অন্যতম নেতা জনাব ফিরাদ ববি হাকিম। তিনি যখন কলকাতার মেয়র হিসেবে শপথ নেন তখন তিনি বলেছিলেন যে ঋণের বোঝা মাথায় নিয়ে ফের কলকাতা পৌরসভার মেয়র হিসেবে কাজ করতে চলেছেন। ইতিমধ্যে প্রায় কয়েক হাজার পৌরসভার কর্মীদের পেনশন বন্ধ হয়ে গেছে। গতবছর, ২০২১,সালে, যারা অবসরপ্রাপ্ত কর্মী বর্তমানে পেনশন পারছেন না। তার উপর পুরাতন পেনশন ভোগী কর্মীরা আছেন। এর মধ্যে কলকাতা পৌরসভার কয়েক হাজার কর্মী আছে, তেমনি রাজ্যে সরকারের বহু সংখ্যক কর্মী আছে। এই চরম আর্থিক সঙ্কটের মধ্যে থেকে বের হয়ে আসার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ৭০০,কোটি, টাকা ঋণ চেয়েছিলেন এবং বিশ্ব ব্যাংকের কাছে প্রায়, ২০০০,হাজার, কোটি টাকার লোন নেবার কথা বলেছেন। এখন পর্যন্ত যা কলকাতার পৌরসভার আর্থিক অবস্থা তা হাড়িতে ভবা নেই অবস্হা হয়ে দাঁড়িয়েছে আছে। এর থেকে বের করতে কলকাতার মেয়র জন্য সবধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছেন।