গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ৩৯ কেজির বাগাড় ৫৭ হাজার টাকায় বিক্রয়
১৪ নভেম্বর, ২০২১, 12:13 AM
১৪ নভেম্বর, ২০২১, 12:13 AM
গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ৩৯ কেজির বাগাড় ৫৭ হাজার টাকায় বিক্রয়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। মাছটি ১ হাজার ৪ শত ৮০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৭ শত ২০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) ভোর ৬ টার দিকে ঢালার চর এলাকার পদ্মা নদীর মোহনা থেকে স্থানীয় জেলে আ.মোতালেব হালদারের জালে বাগাড় মাছটি ধরা পড়ে।
জানা যায়, আ. মোতালেব হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি বাগাড় মাছটি ১ হাজাত ৪ শত টাকা কেজিতে মোট ৫৪ হাজার ৬শত টাকায় কিনে নেন।
সম্রাট শাহজাহান শেখ মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট মাছটি ১হাজার ৪ শত ৮০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৭ শত ২০ টাকায় বিক্রি করেন।
জেলে আ. মোতালেব হালদার জানান, শনিবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে ভোর ৬ টার দিকে আবার জাল ফেলে ৭ টার দিকে জাল তুলতেই দেখি মাছটি জালে আটকা পড়েছে।
পরে সকাল ৮ টার দিকে তিনি মাছটি বিক্রির জন্য ৫নং ফেরিঘাটে শাকিল সোহান মৎস্য আড়তে আনেন। সেখান থেকে মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৪শত টাকা কেজি দরে কিনে ১হাজার ৪ শত ৮০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৭ শত ২০ টাকায় বিক্রি করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত।