গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
২৬ আগস্ট, ২০২২, 3:55 PM
২৬ আগস্ট, ২০২২, 3:55 PM
গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ৩৫৭৮ এর শাখা গোয়ালন্দ উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে গোয়ালন্দ পৌরসভা এলাকার শহীদ ফকির মহিউদ্দিন আসার ক্লাব প্রাঙ্গণে প্রায় অর্ধশত শ্রমিক এর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবর সরদারের সভাপতিত্বে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন, আব্দুর রাজ্জাক সরদার, সহ-সভাপতি পদে নির্বাচিত হন সোহেল ফকির, ইসলাম মন্ডল রফিক শেখ,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ উজ্জল মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন রাসেল শেখ মিন্টু, আজাদ ফকির, একলাস মোল্লা, সাংগঠনিক সম্পাদক হন ফজলু আবির, কোষাধ্যক্ষ মশিয়ার সরদার,প্রচার সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মুন্নাফ হসেন ফেলু, ক্রীড়া সম্পাদক শাহিন সরদার, ধর্মীয় সম্পাদক রহিম শেখ, কার্যকরী সদস্য ইউসুফ সরদার, টুটুল, আলআমিন প্রমুখ।
সকলেই সাধারণ শ্রমিক এর মৌখিক সমর্থনে নির্বাচিত হন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা জানান, আগের কমিটির ধীর গতিতে চলছিল সেজন্য সংগঠনকে গতিশীল রাখার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনব।
নবগঠিত কমিটির সভাপতি রাজ্জাক সরদার জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে এনে এবং গোয়ালন্দ উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের একত্রিত করে সম্মেলনের মধ্য দিয়ে গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করবো।