গোয়ালন্দে মুক্তিযোদ্ধা দিবস পালিত
০১ ডিসেম্বর, ২০২১, 3:09 PM
০১ ডিসেম্বর, ২০২১, 3:09 PM
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা দিবস পালিত
গোয়ালন্দে পহেলা ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালিত হয়েছে। "১ ডিসেম্বর দিচ্ছে ডাক সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক" এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি বুধবার সকালে পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ গোয়ালন্দ উপজেলা কমান্ড শাখা।
এদিন দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধ সংসদ গোয়ালন্দ উপজেলা কমান্ড শাখার সামনে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা সহ প্রায় অর্ধশতাধিক বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এসময় র্যালিতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানগণ। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ ইউনুস মোল্লা সদস্য রাজবাড়ী জেলা পরিষদ ও সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজী নং ১৭২৭, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান।