গোয়ালন্দে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াতঃ বিশ্বনাথ বিশ্বাস'র স্মরণে শোকসভা অনুষ্ঠিত
২৬ নভেম্বর, ২০২১, 9:50 PM
২৬ নভেম্বর, ২০২১, 9:50 PM
গোয়ালন্দে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াতঃ বিশ্বনাথ বিশ্বাস'র স্মরণে শোকসভা অনুষ্ঠিত
গোয়ালন্দের বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য রচয়িতা নির্দেশিকা পরিচালক, অভিনেতা এবং গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের নাট্য নির্দেশক প্রয়াতঃ বিশ্বনাথ বিশ্বাস'র স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ পৌর শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে ২৬ নভেম্বর শুক্রবার এ স্মরণসভার আয়োজন করেন গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদ।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ,গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমীর নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান,গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের,পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমল কুমার সাহা প্রমুখ।