গাজীপুর মহানগর আওয়ামী লীগ অতীতের চেয়ে আরো শক্তিশালী বললেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
ডেস্ক রিপোর্ট
১৮ ডিসেম্বর, ২০২১, 10:02 PM
ডেস্ক রিপোর্ট
১৮ ডিসেম্বর, ২০২১, 10:02 PM
গাজীপুর মহানগর আওয়ামী লীগ অতীতের চেয়ে আরো শক্তিশালী বললেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল, এখনও আছে। কোন ষড়যন্ত্রই এ ঐক্যকে নষ্ট করতে পারবে না। অতীতের চেয়ে এখন গাজীপুর মহানগর আওয়ামী লীগ আরো শক্তিশালী। তিনি কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে নেতা-কর্মীকে এ ঐক্য ধরের রাখার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাজীপুর মহানগর আওয়ামী লীগ এগিয়ে যাবে।
স্বাধীনাতার সুবর্ণ জয়ন্তী ও মুবিজবর্য়ের বিজয় দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেল গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় শোভাযাত্রার প্রাক্কালে যুব প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শোভাযাত্রায় প্রতিমন্ত্রী ছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.আজমত উল্ল্যাহ খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতাউল্যাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো.ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, ভারপ্রাপ্ত প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্যা, অ্যাডভোকেট আয়েশা আক্তার, কাউন্সিলর মো. শাহজাহান মিয়া সাজু কাউন্সিলর জাবেদ আলী জবে, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানাসহ অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বর্ণ্যাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বাদ্য বাজানা বাজিয়ে শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।