গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ইন্দনদাতাদের গ্রেফতার দাবি
১৮ নভেম্বর, ২০২১, 2:46 PM
১৮ নভেম্বর, ২০২১, 2:46 PM
গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ইন্দনদাতাদের গ্রেফতার দাবি
গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার ইন্দনদাতাদের গ্রেফতার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভগাইবান্ধা ডট নিউজ:গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুর রউফ মিয়া (৪২) হত্যাকা-ের ইন্দনদাতাদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে দু’পাশে যানবাহন আটকা পড়ে চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে স্বতঃস্ফুর্তভাবে কয়েকশ’ নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরনো ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গরুহাটির মোড়ে এসে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য কার্জন চৌধুরী, সাইদুর রহমান মাষ্টার, ফুল মিয়া, শিক্ষক জয়নাল আবেদিন, ইমরুল ইসলাম, এলাকাবাসী আমজাদ হোসেন, শেফালি আকতার, আইভি, নুরুন্নবী, রুহুল আমিন, লিটন মিয়া প্রমুখ।বক্তারা বলেন, আব্দুর রউফ হত্যাকান্ডের সাথে গ্রেফতার আরিফ মিয়া একা জড়িত নয়, এই হত্যাকান্ডের যারা ইন্দনদাতা ও নেপথ্যের কুশিলব তাদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।