গভীর সুন্দর বনের মাইপীঠ কোস্টাল থানার উদ্দ্যোগে বন মহোৎসব পালন
১৬ জুলাই, ২০২২, 3:55 PM
১৬ জুলাই, ২০২২, 3:55 PM
গভীর সুন্দর বনের মাইপীঠ কোস্টাল থানার উদ্দ্যোগে বন মহোৎসব পালন
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে কুলতলি থানার অন্তর্গত মাইপীঠ কোস্টাল পি এস ও বন বিভাগের যৌথ উদ্যোগে বন মহোৎসব পালন করা হয়েছে। এদিন বারুইপুর জেলা পুলিশের এস পি শ্রীমতী পুস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব ইন্দ্রজিৎ বসু আই পি এস এর নির্দেশ মেনে এই অনুষ্ঠান কর্মসূচি পালন করেন। এই সময় উপস্থিত ছিলেন কুলতলি থানার আই সি এবং মাইপীঠ কোস্টাল পি এস এর ওসি সহ অন্যান্য পুলিশ অফিসার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন বিভাগের পদস্থ অফিসার রা। সেই সাথে মাইপীঠ কোস্টাল পি এস উদ্দোগে বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে প্রচার অভিযান চালনা করা হয়। এই সময় মাইপীঠ কোস্টাল পি এস এর অধীনে সমস্ত এলাকার মানুষ অংশ নেন । গভীর সুন্দর বন কে আরো সুন্দর করতে বারুইপুর জেলা পুলিশ ও বন দপ্তর বদ্ধ পরিকর।