গন দরবার ও সাধারণ মানুষের অভিযোগ শুনতে বসলেন বিধায়ক শওকত মোল্লা
১১ জানুয়ারি, ২০২২, 3:59 PM
১১ জানুয়ারি, ২০২২, 3:59 PM
গন দরবার ও সাধারণ মানুষের অভিযোগ শুনতে বসলেন বিধায়ক শওকত মোল্লা
দুস্থ ও অসহায় গরীব লোকদের কথা এবং ইস্কুল পড়ুয়াদের বই পত্র ও আর্থিক সহায়তা করতে গন দরবারে আজ সকাল থেকে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলা বিধান সভার সদস্য এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান জনাব শওকত মোল্লা। এদিন তার ক্যানিং পশ্চিমের বকুলতলাতে দলীয় দপ্তরে সাধারণ মানুষের জন্য খুলে দেন। এবং তার বিধান সভা এলাকার বিভিন্ন যায়গার মানুষের অভাব ও অভিযোগ মন দিয়ে শুনেছেন। এবং তাদের কে যথাসাধ্য সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন। বর্তমানে সারা দেশের সাথে তার এলাকায় কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের চলতে হচ্ছে। তার জন্য গণসচেতনতা বাড়াতে যেমন উদ্যোগ গ্রহণ করছেন। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পড়ুয়াদের যাতে অসুবিধা না হয় তার খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন। এর আগে সাধারণ গরীব মানুষের মহিলাদের বাড়িতে শীতবস্ত্র ও খাট গদী লেপ দিয়েছেন শীতের হাত থেকে রক্ষা করতে। আজ তেমনি সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন দিক নিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিতে গন দরবার ও অভিযোগ কেন্দ্র খুললেন। আজ ক্যানিং পশ্চিমের বিধায়ক জনাব শওকত মোল্লা র সাথে এই গন দরবারে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের দুই নাম্বার ব্লক এর সহকারী সভাপতি ও ক্যানিং পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা জনাব মোক্তার সেখ সাহেব।